• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • যে কোনো মূল্যে ঐক্যবদ্ধ থাকতে হবে: তারেক রহমান 

     dweepojnews 
    20th Sep 2025 9:10 pm  |  অনলাইন সংস্করণ

    অনলাইন ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শনিবার বিকেলে কিশোরগঞ্জ শহরের পুরোনো স্টেডিয়ামে জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে বললেন, “সমগ্র বাংলাদেশে ধানের শীষের যত নেতাকর্মী আছে, যারা আজও গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে চায়, আমাদের সামনে একটি লক্ষ্য থাকতে হবে। আমাদের যে কোনো মূল্যে ঐক্যবদ্ধ থাকতে হবে। এর কোনো বিকল্প নেই।”

    তারেক রহমান বলেন, “আমাদের সকলকে সচেতন থাকতে হবে। আমাদের প্রত্যেকটি মানুষকে, শহীদ জিয়া এবং দেশনেত্রী খালেদা জিয়ার প্রত্যেকটি সৈনিককে অত্যন্ত সচেতেন থাকতে হবে। কেউ যেন আমাদের নাম ব্যবহার করে, এই দলের নাম ব্যবহার করে, বিএনপির নাম ব্যবহার করে তাদের ব্যক্তিস্বার্থ হাসিল করতে না পারে। কেউ যেন আমাদের নাম ব্যবহার করে জনগণের মধ্যে আমাদের সম্পর্কে বিভ্রান্তি ছড়াতে না পারে-এই ব্যাপারে প্রত্যেককে দায়িত্ব পালন করতে হবে।”

    দলের নেতাকর্মীদের দুটি বিষয়ে প্রতিজ্ঞা করিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এর মধ্যে একটি হচ্ছে দলের যেকোনো সিদ্ধান্তে একমত থাকা এবং অপরটি হচ্ছে ব্যক্তিস্বার্থে কেউ যেন বিএনপিকে ব্যবহার করতে না পারে সে ব্যাপারে সবাইকে সচেতন থাকা।

    তারেক রহমান বলেন, “আজ আমরা সম্মিলিতভাবে যেভাবে এই কাউন্সিলকে সফল করেছি, আমরা যদি আগামী ফেব্রুয়ারি পর্যন্ত ঐক্যবদ্ধ থাকতে পারি, একটি সফল জনরায় আমাদের পক্ষে আনতে সক্ষম হবো।

    সবাইকে দলের যেকোনো সিদ্ধান্ত মেনে নেওয়ার তাগিদ দিয়ে উদাহরণসহ তিনি বলেন, “একটি পরিবারের মুরব্বি যখন কোনো সিদ্ধান্ত নেয় তখন সেই পরিবারের সব সদস্য সেই সিদ্ধান্ত মেনে নেয়, পাশে এসে দাঁড়িয়ে যায়। দলের নীতি-নির্ধারকমণ্ডলী হচ্ছে বিএনপি নামক বৃহৎ দলের মুরব্বি। তারা যখন কোনো সিদ্ধান্ত নেন তখন নেতাকর্মীদের দায়িত্ব হচ্ছে সেই সিদ্ধান্ত নেমে নেওয়া।”

    ‘আজ যারা দলীয় পদ পাওয়ার জন্য নির্বাচন করছেন তাদের কাছে কাউন্সিলররা যেমন গুরুত্বপূর্ণ তেমনি আগামী নির্বাচনে জনগণ গুরুত্বপূর্ণ। এজন্য জনগণের সঙ্গে থাকতে হবে, তাদের পাশে থাকতে হবে, পাশে রাখতে হবে’-উল্লেখ করেন তিনি।

    জেলা স্টেডিয়ামে আয়োজিত এই সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন তারেক রহমান। সম্মেলনের উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া দলের কেন্দ্রীয় নেতারা এ সময় উপস্থিত ছিলেন।

    Array
    আমাদের পোস্টটি ভালো লাগলে স্যোসাল মিডিয়া শেয়ার করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১