খেলাধুলা ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন তামিম ইকবাল। আজ বুধবার পরিচালনা পর্ষদ নির্বাচনে আলোচিত প্রার্থী জাতীয় দলের সাবেক অধিনায়ক নিজের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন।
তামিমসহ ৭-৮ জন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন বলে জানা গেছে।
তামিম প্রয়োজনীয় কাগজপত্র হাতে সকালে হাজির হন বিসিবিতে। চূড়ান্ত যাচাই-বাছাই শেষে তার মনোনয়নপত্র টিকে গেলেও নিজেই স্বেচ্ছায় তা প্রত্যাহার করে নেন। মূলত কয়েকটি ক্লাবকে বিসিবির কাউন্সিলরশিপ না দেওয়ার কারণে তার অসন্তোষ ছিল।
তিনি ভোটার হয়েছেন ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাব থেকে। কাউন্সিলর হওয়ার আগেই জানা গিয়েছিল, তিনি বিসিবি নির্বাচনে প্রার্থিতা করবেন। নির্বাচনে বিজয়ী হলে এবারই প্রথম বিসিবির পরিচালক হতেন সাবেক ড্যাশিং ওপেনার। তবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোয় এ যাত্রায় বোর্ডে আসা হচ্ছে না তার।
নির্বাচনের ভোটগ্রহণ হবে ৬ অক্টোবর। আর তার আগে মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ১ অক্টোবর। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে তামিম সরে দাঁড়ালেন বিসিবি নির্বাচন থেকে।
তামিম বাংলাদেশের অন্যতম সফল ক্রিকেটার। দেশের ক্রিকেটের ইতিহাসের সফলতম অধিনায়কদের তালিকাতেও তার নাম থাকবে ওপরের দিকে।
সেই তামিম এবার খেলোয়াড়ি জীবনের পাট চুকিয়ে বাংলাদেশ ক্রিকেটে অবদান রাখতে চেয়েছিলেন বোর্ডে এসে। বিশেষ করে ক্রিকেট অপারেশনে সক্রিয় হওয়ার ইচ্ছা ছিল তার। তবে সেটা এবার আর হচ্ছে না।
এবার তামিম সরে যাওয়ায় নির্বাচনে পরিচালক পদ নিয়ে লড়াইয়ের চিত্র অনেকটাই বদলে যাবে। অন্য প্রার্থীদের জন্য সুযোগ বেড়ে যেতে পারে বলে অনেকেই মনে করছেন।
Array