• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • নানা অজুহাতে চড়া সবজির দাম 

     dweepojnews 
    04th Oct 2025 12:26 pm  |  অনলাইন সংস্করণ

    অর্থনীতি ডেস্ক: সারা দেশে টানা বৃষ্টিসহ কম-বেশি প্রতিদিনই বৃষ্টি হচ্ছে। এতে বাজারে নিত্যপণ্যে সরবরাহ করতে কিছুটা ব্যাহত হচ্ছে বিক্রেতারা। আর এমন অযুহাতেই বাজারে বেশ কিছু সবজির দাম বেড়েছে। শাক-সবজি ও কাঁচামরিচের দাম বেশি তুলনামূলকভাবে বেড়েছে। মাছের দামেও নেই স্বস্তি।

    শুক্রবার রাজধানীর কয়েকটি বাজার বিশ্লেষণ করে এমন তথ্য জানা গেছে।

    পাওয়া তথ্য অনুযায়ী, অধিকাংশ সবজির দাম কেজিপ্রতি ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে। তবে সবচেয়ে বেশি বেড়েছে কাঁচামরিচের দাম। খুচরা বাজারে কাঁচামরিচের কেজি ২৮০ থেকে ৩২০ টাকায় বিক্রি হচ্ছে, যা এক সপ্তাহ আগেও ছিল ১২০-১৮০ টাকা।

    বাজার ঘুরে দেখা গেছে, অধিকাংশ সবজির দাম এখন ৮০ টাকার নিচে পাওয়া দুষ্কর। চিচিঙা, ধুন্দল, ঢ্যাঁড়শ, পটল, করলা, কাঁকরোল, বরবটি ও বেগুনের দাম ৮০ থেকে ১৪০ টাকা কেজি পর্যন্ত উঠেছে। গোল বেগুনের কেজি এখন ২০০ থেকে ২২০ টাকা, যা ব্রয়লার মুরগির দামের চেয়েও বেশি। ক্রেতারা বলছেন, বৃষ্টি হলেই ব্যবসায়ীরা দাম বাড়িয়ে দেন। সবজি ব্যবসায়ীরা বলছেন টানা বৃষ্টিতে সবজিত ক্ষেত ক্ষতিগ্রস্ত হচ্ছে। ঢাকায় আসতে পারছে না সবজির ট্রাক।

    এদিকে সরকার ৪ অক্টোবর থেকে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা দিলেও এর প্রভাব পড়েছে বাজারে। বড় ইলিশের কেজি ৩০০ টাকা বেড়ে এখন ২৩০০- ২৪০০ টাকায় বিক্রি হচ্ছে। ছোট ইলিশের দামও ১,৬০০- ২,০০০ টাকা কেজি। চাষের রুই, কাতলা, শিং, চিংড়ি, টেংরা, কৈ সব ধরনের মাছের দাম কেজিপ্রতি ৫০- ১০০ টাকা বেড়েছে। প্রতি কেজি গরুর মাংস ৭৫০- ৮০০ টাকা, খাসি ১১০০- ১২০০ টাকা এবং ব্রয়লার মুরগি ১৮০-১৯০ টাকা দরে বিক্রি হচ্ছে। দেশি হাঁস ৬০০-৬৫০ টাকা, রাজহাঁস ২ হাজার টাকায় বিক্রি হচ্ছে।

    Array
    আমাদের পোস্টটি ভালো লাগলে স্যোসাল মিডিয়া শেয়ার করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১