• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • সাতদিনেও খোঁজ মেলেনি ৫ জেলের 

     dweepojnews 
    04th Oct 2025 6:06 pm  |  অনলাইন সংস্করণ

    স্টাফ রিপোর্টার :  পটুয়াখালীর কুয়াকাটার ধুলাসার ইউনিয়নের ৫ জেলে সাগরে মাছ ধরতে গিয়ে এক সপ্তাহেও ফেরেনি। শুক্রবার (২৮ সেপ্টেম্বর) ভোরে ধুলাসার ইউনিয়নের নতুনপাড়া জেলেঘাট থেকে একটি নৌকা নিয়ে তারা বঙ্গোপসাগরে মাছ ধরতে যান। এরপর থেকে তাদের কোনো খোঁজ পায়নি পরিবার।নিখোঁজ জেলেরা হলেন- মিলন বিশ্বাস, মিরাজ বিশ্বাস, রায়হান হাওলাদার, কাইউম ও ইউনুস।

    নিখোঁজ মিলন বিশ্বাসের ভাই মুস্তাকিন বিশ্বাস বলেন, আমার ভাইয়ের সঙ্গে আরও চার জেলে সমুদ্রে মাছ ধরতে গিয়েছিল। সাধারণত তারা দুদিন পরপর ফিরে আসে। কিন্তু সাতদিনেও তাদের খোঁজ নেই। এছাড়া সমুদ্রে মাছ ধরায় এখন নিষেধাজ্ঞা চলছে।

    তার ধারণা, নিম্নচাপের প্রভাবে নৌকাটি ডুবে গেছে অথবা ইঞ্জিন বিকল হয়ে সাগরে ভেসে আছে।স্থানীয় মাছ ব্যবসায়ী সগীর বলেন, ওই নৌকাটিতে আমার কিছু দাদনের টাকা বিনিয়োগ রয়েছে, এখনো তাদের কোনো খবর নেই।

    এদিকে বিষয়টি ইতোমধ্যে কোস্টগার্ড ও স্থানীয় প্রশাসনকে অবহিত করা হয়েছে। কোস্টগার্ড সূত্রে জানা গেছে, আবহাওয়া অনুকূলে এলেই উদ্ধার অভিযান শুরু হবে।কুয়াকাটা নৌ-পুলিশের এসআই মো. মনিরুজ্জামান বলেন, নিখোঁজ জেলেদের সন্ধানে আমরা কোস্টগার্ডের সঙ্গে যোগাযোগ রাখছি। সম্ভাব্য সব ব্যবস্থা নেওয়া হচ্ছে।

    Array
    আমাদের পোস্টটি ভালো লাগলে স্যোসাল মিডিয়া শেয়ার করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১