• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ১৭ বছর পর গণমাধ্যমে সাক্ষাৎকার দিলেন তারেক রহমান 

     dweepojnews 
    06th Oct 2025 12:07 pm  |  অনলাইন সংস্করণ

    অনলাইন ডেস্ক: দীর্ঘ দুই দশক পর কোনো গণমাধ্যমে সাক্ষাৎকার দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার (৫ অক্টোবর) বিবিসি বাংলা তাদের ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানিয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, দুই পর্বে সাজানো এই বিশেষ সাক্ষাৎকারে তিনি নির্বাচন, জাতীয় রাজনীতি ও সাম্প্রতিক ইস্যু নিয়ে বিশদভাবে কথা বলেছেন।

    বিবিসি বাংলার ঘোষণায় বলা হয়েছে, সাক্ষাৎকারটির প্রথম পর্ব প্রচার হবে সোমবার (৬ অক্টোবর) এবং দ্বিতীয় পর্ব মঙ্গলবার (৭ অক্টোবর)। দুই দিনই সকাল ৯টায় বিবিসি বাংলার ওয়েবসাইট, ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে এটি দেখা যাবে।

    প্রায় ১৭ বছর ধরে যুক্তরাজ্যের লন্ডনে নির্বাসিত জীবনযাপন করছেন তারেক রহমান। সেখান থেকেই তিনি ভার্চুয়ালি বিএনপির বিভিন্ন সাংগঠনিক কার্যক্রমে যুক্ত রয়েছেন এবং দলের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে ভূমিকা রাখছেন। তবে এতদিন তিনি সরাসরি কোনো গণমাধ্যমের সাক্ষাৎকারে অংশ নেননি। ফলে এবারের সাক্ষাৎকারকে রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে।

    এর আগে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের সময় হাইকোর্ট তারেক রহমানের বক্তব্য ও চিত্র প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছিল। গত ২০২৪ সালের ৫ আগস্ট সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর এবারই প্রথম তিনি কোনো আন্তর্জাতিক গণমাধ্যমে আনুষ্ঠানিকভাবে কথা বললেন।

    রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন, নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর এই সাক্ষাৎকার শুধু বিএনপির জন্য নয়, বাংলাদেশের সামগ্রিক রাজনৈতিক প্রেক্ষাপটেও নতুন বার্তা বয়ে আনতে পারে। বিশেষ করে নির্বাচন ও দলীয় ভবিষ্যৎ কৌশল নিয়ে তারেক রহমানের বক্তব্য দেশি-বিদেশি পর্যবেক্ষকদের নজর কাড়বে বলে ধারণা করা হচ্ছে।

    Array
    আমাদের পোস্টটি ভালো লাগলে স্যোসাল মিডিয়া শেয়ার করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১