• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • এবার রুপার দামেও রেকর্ড, ভরি কত? 

     dweepojnews 
    08th Oct 2025 12:23 pm  |  অনলাইন সংস্করণ

    অর্থনীতি ডেস্ক: দেশের বাজারে স্বর্ণের পর এবার রুপার দামেও নতুন রেকর্ড গড়েছে। ভরিতে ১ হাজার ২৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৬৫৪ টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।

    মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক বিজ্ঞপ্তিতে রুপার নতুন মূল্য তালিকা ঘোষণা করে। নতুন দাম বুধবার (৮ অক্টোবর) থেকে কার্যকর হবে।

    বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক বাজার ও স্থানীয় চাহিদার প্রভাব বিবেচনায় রুপার দাম বৃদ্ধি করা হয়েছে। নতুন দামের আওতায় প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের রুপার দাম ৪ হাজার ৬৫৪ টাকা, ২১ ক্যারেটের ৪ হাজার ৪৪৪ টাকা, ১৮ ক্যারেটের ৩ হাজার ৮০২ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ২ হাজার ৮৫৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

    বাজুস আরও জানিয়েছে, রুপার বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস-নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে এই মজুরির পরিমাণ ভিন্ন হতে পারে।

    এর আগে চলতি বছরের ২৩ সেপ্টেম্বর সর্বশেষ রুপার দাম সমন্বয় করা হয়েছিল। তখন ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ১৫২ টাকা বাড়িয়ে ৩ হাজার ৬২৮ টাকা নির্ধারণ করা হয়, যা কার্যকর হয়েছিল ২৪ সেপ্টেম্বর থেকে। এবারে তা এক লাফে ১ হাজার টাকারও বেশি বাড়ানো হলো।

    চলতি বছর এটি রুপার দামের পঞ্চম সমন্বয়। এর মধ্যে চারবার দাম বেড়েছে, কমেছে মাত্র একবার। গত বছর ২০২৪ সালে রুপার দাম সমন্বয় করা হয়েছিল তিনবার।

    এদিকে, সম্প্রতি বাজুস স্বর্ণের দামও ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গেছে। ভরিতে ১ হাজার ৪৬৯ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২ হাজার ১৯৫ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের স্বর্ণের দাম ১ লাখ ৯৩ হাজার ৪ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৬৫ হাজার ৪৩১ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৩৭ হাজার ৪৭২ টাকা নির্ধারণ করা হয়েছে।

    স্বর্ণের ক্ষেত্রে চলতি বছরে এ পর্যন্ত ৬২ বার মূল্য সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৪৪ বার বেড়েছে, আর ১৮ বার কমেছে। গত বছরও সমন্বয়ের সংখ্যা ছিল একই, তবে তখন ৩৫ বার দাম বাড়ানো ও ২৭ বার কমানো হয়েছিল।

    বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাজারে রুপা ও স্বর্ণের দামের ক্রমবর্ধমান প্রবণতা এবং ডলারের বিনিময় হার বৃদ্ধিই দেশের বাজারে এই রেকর্ডমূল্যের প্রধান কারণ।

    Array
    আমাদের পোস্টটি ভালো লাগলে স্যোসাল মিডিয়া শেয়ার করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১