• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • সাবেক নৌপ্রধান সরওয়ার জাহান নিজামের মৃত্যু 

     dweepojnews 
    10th Oct 2025 4:28 pm  |  অনলাইন সংস্করণ

    অনলাইন ডেস্ক:   সাবেক নৌপ্রধান অবসরপ্রাপ্ত ভাইস অ্যাডমিরাল সরওয়ার জাহান নিজাম মারা গেছেন; তার বয়স হয়েছিল ৭৩ বছর।শুক্রবার সকাল সোয়া ৯টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে তার মৃত্যু হয় বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর—আইএসপিআর।

    সরওয়ার জাহান নিজাম স্ত্রী-কন্যা ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে বাংলাদেশ নৌবাহিনী।আইএসপিআর জানিয়েছে, নৌবাহিনী সদর দপ্তর মসজিদে শনিবার বাদ যোহর সরওয়ার জাহান নিজামের জানাজা অনুষ্ঠিত হবে। এরপর সামরিক মর্যাদায় তাকে বনানী সামরিক কবরস্থানে দাফন করা হবে।

    সরওয়ার জাহান নিজাম ১৯৫২ সালের ২ নভেম্বর চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় জন্মগ্রহণ করেন। দেশ স্বাধীনের পর ১৯৭৩ সালের ১ জুন সাব-লেফটেন্যান্ট পদে তিনি নৌবাহিনীতে কমিশন লাভ করেন। কর্মজীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনকারী নিজাম ২০০৭ সালের ১০ ফেব্রুয়ারি নৌবাহিনী প্রধানের দায়িত্ব গ্রহণ করেন।

    Array
    আমাদের পোস্টটি ভালো লাগলে স্যোসাল মিডিয়া শেয়ার করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১