• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • আবারও বাড়ল সোনার দাম, আজ থেকে নতুন দাম কার্যকর 

     dweepojnews 
    15th Oct 2025 12:41 pm  |  অনলাইন সংস্করণ

    অনলাইন ডেস্ক: দেশের বাজারে এক দিনের ব্যবধানে আবারও বেড়েছে সোনার দাম। মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে নতুন দামের ঘোষণা দেয় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম বেড়ে হয়েছে ২ লাখ ১৬ হাজার ৩৩২ টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। বুধবার (১৫ অক্টোবর) থেকে কার্যকর হবে নতুন এই দাম।

    বাজুস জানায়, আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বৃদ্ধির কারণে নতুন করে দাম সমন্বয় করা হয়েছে। এতে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম বেড়েছে ২ হাজার ৬১৩ টাকা। ২১ ক্যারেটের ভরিতে দাম বেড়েছে ২ হাজার ৪৯৬ টাকা, নতুন দর ২ লাখ ৬ হাজার ৪৯৯ টাকা। ১৮ ক্যারেটের ভরিতে দাম বেড়েছে ২ হাজার ১৪৬ টাকা, যা এখন ১ লাখ ৭৭ হাজার ১ টাকা। সনাতন পদ্ধতির স্বর্ণের ভরিতে দাম বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৪৭ হাজার ৩৫১ টাকা।

    বাজুসের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, স্বর্ণ বিক্রির সময় সরকার-নির্ধারিত ৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) এবং বাজুস-নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে। তবে গয়নার ডিজাইন ও মানভেদে মজুরির পার্থক্য থাকতে পারে।

    এর আগে সোমবার (১৩ অক্টোবর) বাজুস সোনার দাম সমন্বয় করেছিল। সেদিন ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ৪ হাজার ৬১৮ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ১৩ হাজার ৭১৯ টাকা। অর্থাৎ, ২৪ ঘণ্টার মধ্যেই আগের রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় পৌঁছেছে সোনার দাম।

    বছরের হিসেবে দেখা যায়, চলতি ২০২৫ সালে এখন পর্যন্ত ৬৫ বার সোনার দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৪৭ বার দাম বেড়েছে এবং ১৮ বার কমানো হয়েছে। ২০২৪ সালে মোট ৬২ বার দাম পরিবর্তন হয়েছিল, যেখানে ৩৫ বার বাড়ানো ও ২৭ বার কমানো হয়েছিল।

    অন্যদিকে রুপার বাজারে কোনো পরিবর্তন হয়নি। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৬ হাজার ২০৫ টাকায়, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। এছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ৯১৪ টাকা, ১৮ ক্যারেটের ভরি ৫ হাজার ৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা বিক্রি হচ্ছে ৩ হাজার ৮০২ টাকায়।

    Array
    আমাদের পোস্টটি ভালো লাগলে স্যোসাল মিডিয়া শেয়ার করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১