• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • নাটোরে আগুনে পুড়ে এক শিশুর মৃত্যু 

     dweepojnews 
    21st Dec 2024 7:20 am  |  অনলাইন সংস্করণ

    নাটোর প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামে আগুনে পুড়ে আলিজা খাতুন নামের নয় মাস বয়সী এক কন্যাশিশু নিহত হয়েছেন। শুক্রবার (২০ ডিসেম্বর) দিবাগত রাত ১২ টার দিকে উপজেলার জোনাইল গ্রামের শিমুলতলা এলাকায় এই ঘটনা ঘটে। নিহত শিশু আলিজা খাতুন সময় টেলিভিশনের সিনিয়র রিপোর্টার আলতাফ হোসেনের মেয়ে।

    বনপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আকরাম হোসেন জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় বাড়ির সবাই বের হতে পারলেও ভেতরে আটকা পড়ে শিশুটি। পরে, আগুনে পুড়ে মারা যায়। আগুনে ছয় কক্ষ বিশিষ্ট দালান ঘর সম্পূর্ণরূপে পুড়ে যায়।

    খবর পেয়ে বনপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) সিরাজুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত কোনো অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

    Array
    আমাদের পোস্টটি ভালো লাগলে স্যোসাল মিডিয়া শেয়ার করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১