• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • নববধূ নিয়ে ফেরার পথে বর নিহত 

     Mesbah Mukul 
    03rd Feb 2025 8:58 am  |  অনলাইন সংস্করণ

    বার্তা পরিবেশক লালমনিরহাট

    লালমনিরহাটের কালীগঞ্জে নববধূ নিয়ে ফেরার পথে জাহিদুল ইসলাম (২২) নামে এক নববিবাহিত যুবক নিহত হয়েছেন।

    রোববার (২ ফেব্রুয়ারি) দেড়টার সময় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। নিহত জাহিদুল ইসলাম উপজেলার কাকিনা ইউনিয়নের ওয়াবদা বাজার এলাকার মহুবার রহমানের ছেলে।

    স্থানীয়র লোকজন জানায়, বিয়ে করতে সন্ধ্যায় কালীগঞ্জের চৌধুরীরহাট এলাকায় কনের বাড়িতে যায় বর যাত্রী। বিয়ের অনুষ্ঠানিকতা শেষে আত্মীয়-স্বজন ফেরার প্রস্তুতি নেয়। পরে নববধূকে নিয়ে ফেরার পথে জাহিদুল ইসলাম তুষভান্ডার বাজার এসে অসুস্থ হয়ে পড়েন। এ সময় অসুস্থ অবস্থায় তাকে রংপুর মেডিকেল নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

    কাকিনা ইউনিয়নের (৫নং ওয়ার্ড) সদস্য মো. শাহাবুদ্দিন বলেন, বিয়ে করে ফেরার পথে বর জাহিদুল ইসলাম অসুস্থ হয়ে পড়ে, এর কিছুক্ষণ পর তার মৃত্যু হয় এমন ঘটনা আমরা শুনেছি। সেখানে গ্রাম পুলিশ পাঠিয়েছি।

    কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক জানায়, নববধূ নিয়ে ফেরার পথে বিবাহিত যুবকের মৃত্যুর বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্তের পর জানা যাবে প্রকৃত ঘটনা।

    Array
    আমাদের পোস্টটি ভালো লাগলে স্যোসাল মিডিয়া শেয়ার করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১