এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না যে কল্পনা করে না। সকল মানুষই কল্পনা করতে ভালোবাসে। কিছু জিনিস কখনো সত্য হবে না জেনেও কল্পনা করতে ভালোই লাগে। কারণ বাস্তবে মানুষ যেই জিনিসটা পায় না, কল্পনায় সেই জিনিসটা পেয়ে যায় অনায়াসে। আর কল্পনা করে মানুষ যেই জিনিসটা পায়, সেটা তার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারে না। আর কল্পনা ফুরিয়ে গেলেই গল্প শেষ। আসলে মানুষ বাঁচেই কল্পনা দিয়ে। আমরা সকলেই চায় খুব ভালো করে আমাদের জীবন পরিচালনা করতে। যে জীবনে থাকবে না কোনো অভাব-অনটন, দারিদ্র্যতা, অসুখ-বিসুখা আমরা যখন যা চায় তাই যেন পায়।
কিন্তু বাস্তবে আসলে তা কখনোই সম্ভব নয়। আর যাদের অনেক টাকা-পয়সা আছে তাদের পক্ষেও সম্ভব নয়, তাদের সকল স্বপ্ন পূরণ করা। কারণ সকল স্বপ্ন টাকা দিয়ে কেনা যায় না। কিছু কিছু স্বপ্ন সবসময় অপূর্ণই থেকে যায়। এইসব স্বপ্ন পূরন করা হাতে ছোঁয়ার বাইরে থাকে। এগুলো শুধু কল্পনার মাধ্যমেই পূরণ করা যায়। আর মানুষ তার কল্পনার জগৎ-টা এমনভাবে সাজায় যেখানে তাকে শুধু পূর্ণতা। সেখানে অপূর্ণতার কোনো গল্প নেই। সেখানে সকল কিছুতেই মানুষ পূর্ণতা খুঁজে পায়। কল্পনার জগতে তাকে না মানুষের মাথায় কোনো চিন্তা। সেখানে এক দুশ্চিন্তা মুক্ত পরিবেশে সে তার জীবনকে উপভোগ করে এবং তার সকল স্বপ্ন পূরণ করে। কল্পনা করে মানুষ অনেক কিছুই করতে পারে। সেখানে তার কাজে বা স্বপ্ন পূরণে কেউ বাঁধা হয়ে দাঁড়াতে পারে না। কল্পনার জগতে মানুষ তার নিজের ইচ্ছা অনুযায়ী তার জীবনকে সাজিয়ে নিতে পারে।
কল্পনায় মানুষকে জীবনের আশা দিয়ে বাঁচিয়ে রাখে। মানুষ কল্পনা করে আর ভাবে হয়তো একদিন আমার এই কল্পনা বাস্তবে পরিণত হবে, আর তখন আমার জীবন নিয়ে আর কোনো দুশ্চিন্তা থাকবে না, আমি তখন মনের আনন্দে আমার জীবন উপভোগ করতে পারবো, যেই জীবনে সকল কিছুতেই আমি হবো পূর্ণতা প্রাপ্তি। আর এই আশাতেই মানুষ বেঁচে থাকে ।
কল্পনায় মানুষকে জীবনের আশা দিয়ে বাঁচিয়ে রাখে। মানুষ কল্পনা করে আর ভাবে হয়তো একদিন আমার এই কল্পনা বাস্তবে পরিণত হবে, আর তখন আমার জীবন নিয়ে আর কোনো দুশ্চিন্তা থাকবে না, আমি তখন মনের আনন্দে আমার জীবন উপভোগ করতে পারবো, যেই জীবনে সকল কিছুতেই আমি হবো পূর্ণতা প্রাপ্তি। আর এই আশাতেই মানুষ বেঁচে থাকে।
আর মানুষের কল্পনার জগৎ-টা এতো বিশাল যে, এখানে মানুষ যা ইচ্ছা তাই করতে পারে। কল্পনার মাধ্যমে মানুষ পৃথিবীর যেকোনো প্রান্তে ছুটে যেতে পারে। মানুষ যখন কল্পনা করে, তখন তার কল্পনা করা বিষয়টি তার চোখের সামনে বাস্তবের মতো দেখায়। তখন তার মনে হয় এগুলো তার সাথে বাস্তবেই ঘটছে। কল্পনায় মানুষ তার জীবনকে মনের মতো করে সাজায়। মানুষ যেমনটা চায় ঠিক তেমন করেই তার কল্পনায় তার জীবনকে উপভোগ করতে পারে। কল্পনায় মানুষ নিজেকে খুঁজে পায় এক নতুন রুপে। কল্পনায় মানুষ নিজেকে আবিষ্কার করে এক নতুন রুপে। যেখানে সে নিজের স্বাধীন ইচ্ছায় সবকিছু করতে পারে। মানুষ যখন বাস্তবতায় তার কোনো স্বপ্ন পূরণ করতে পারে না, তখন সে নিজেকে খুশি রাখতে কল্পনা ব্যবহার করে। বাস্তবতা কখনো গল্পের মতো হয় না। বাস্তবতায় সুখী হওয়া খুবই কঠিন। সুখ জিনিস পাওয়া-টা এতো সহজ নয় ৷
কোনো মানুষ তখনই তাকে খুশি রাখতে কল্পনা ব্যবহার করে যখন সে বাস্তবে তার সকল কাজেই ব্যর্থ হয়। কেউ যখন তার সর্বোচ্ছ চেষ্টা করার পরেও জীবনের সকলক্ষেত্রেই ব্যর্থ হয় এবং সকলের কাছেই অবহেলার পাত্র হয়।
আর এসব মিথ্যে বাস্তবতার চেয়ে কল্পনা অনেক ভালো। কল্পনা কখনো নিষ্টুর হয় না, নিষ্ঠুর হয় বাস্তবতা। কল্পনা কখনো মানুষকে হতাশায় নিমজ্জিত করে না, হতাশায় নিমজ্জিত করে বাস্তবতা। মানুষের জীবন কতো সুন্দর হতো যদি কল্পনা বাস্তব হতো। তাহলে মানুষ মনের ভেতরে থাকা সকল দুঃখ-কষ্ট ভূলে আনন্দের সাথে জীবন উপভোগ করতে পারতো। মানুষের জীবনে অপূর্ণতা বলতে কিছুই থাকতো না।
Array