• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • পাকিস্তানে এলোপাতাড়ি গুলি করে স্বাধীনতা দিবস উদযাপনে নিহত ৩ 

     dweepojnews 
    14th Aug 2025 9:03 am  |  অনলাইন সংস্করণ

    আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের করাচিতে স্বাধীনতা দিবস উদযাপনকালে বেপরোয়া আকাশে গুলিবর্ষণ করা হয়। এসময় তিনজন নিহত হয়েছেন, যাদের মধ্যে রয়েছেন একজন প্রবীণ নাগরিক ও একজান ৮ বছরের কন্যাশিশু। আহত হয়েছেন আরও ৬০ জনের বেশি। এমন তথ্য প্রকাশ করেছে সংবাদ মাধ্যম জিও নিউজ।

    এ ঘটনাকে “বেপরোয়া ও বিপজ্জনক” বলে আখ্যায়িত করেছে স্থানীয় কর্তৃপক্ষ। জিও নিউজের তথ্য উদ্ধৃত করে এএনআই জানিয়েছে, আজিজাবাদে গুলিতে শিশুটি প্রাণ হারান। করাঙ্গিতে স্টিফেন নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এছাড়া পুলিশ আরও একজনের মৃত্যুর বিষয় নিশ্চিত করেছে। করাচি পুলিশের মুখপাত্র জানান, ‘এ ধরনের বেপরোয়া ও বিপজ্জনক কর্মকাণ্ড মেনে নেওয়া যায় না। দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

    তিনি জনগণকে নিরাপদ উপায়ে জাতীয় দিবস উদযাপনের আহ্বান জানান। পাকিস্তানে প্রতিবছর ১৪ আগস্ট উৎসবমুখর পরিবেশে স্বাধীনতা দিবস উদযাপিত হয়। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং যারা এই গুলিবর্ষণে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এআরওয়াই নিউজ প্রাপ্ত এক প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের জানুয়ারিতেই করাচিতে গুলিবর্ষণ ঘটনায় অন্তত ৪২ জন নিহত হয়, যাদের মধ্যে ৫ জন নারীও ছিলেন।

    এছাড়া ঐ মাসে ২৩৩ জন আহত হন, যাদের মধ্যে ৫ জন নারীও রয়েছেন। প্রতিবেদনে আরও বলা হয়, জানুয়ারিতে ডাকাতি প্রতিরোধের সময় গুলিবর্ষণে ৫ জন নিহত হয় এবং অনেকে গুলিবিদ্ধ হন। অন্যান্য ঘটনায় ভুলবশত গুলিবিদ্ধ হয়ে প্রাণহানি ঘটে। পুলিশ জানিয়েছে, ব্যক্তিগত শত্রুতা, মতবিরোধ, ডাকাতি প্রতিরোধ ও বেপরোয়া ফায়ারিং এসব ঘটনার জন্য দায়ী।

    Array
    আমাদের পোস্টটি ভালো লাগলে স্যোসাল মিডিয়া শেয়ার করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১