• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • যাত্রাবাড়ীতে নির্যাতন ও প্ররোচনায় গৃহবধূর আত্মহত্যা 

     dweepojnews 
    14th Aug 2025 9:45 am  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিনিধি: রাজধানীর যাত্রাবাড়ীতে স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যদের নির্যাতন এবং আত্মহত্যায় প্ররোচনার শিকার হয়ে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতের নাম শিমলা আক্তার (২২)।

    নিহতের ভাই মো. জাকির হোসাইন যাত্রাবাড়ী থানায় দায়ের করা অভিযোগে উল্লেখ করেন, প্রায় পাঁচ বছর আগে ইসলামী শরীয়ত মোতাবেক শিমলার বিয়ে হয় মো. সুমন আহম্মদ রিমন (২৫) এর সঙ্গে। বিয়ের পর থেকেই স্বামী সুমন, শ্বশুর সালাউদ্দিন বাবু, দেবর ইমন আহম্মেদ শুভ এবং শাশুড়ি শিউলি বেগম বিভিন্ন সময় শিমলাকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করত।

    অভিযোগে বলা হয়, সুমনের সঙ্গে প্রতিবেশী সুইটি (১৯) নামের এক তরুণীর প্রেমের সম্পর্ক ছিল এবং প্রায় পাঁচ মাস আগে গোপনে তারা বিয়ে করে। বিষয়টি জানাজানি হওয়ার পর অভিযুক্তরা শিমলাকে প্রায়ই অপমান, মারধর এবং আত্মহত্যার প্ররোচনা দিত। তারা শিমলাকে বলত, “তুই মরলে সুমন সুইটির সঙ্গে সংসার করতে পারবে।”

    গত ১৩ আগস্ট সকাল ১০টা থেকে ১১টা ৩০ মিনিটের মধ্যে যেকোনো সময়ে শিমলা তাদের ভাড়া বাসার কক্ষে সিলিং ফ্যানের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। সকাল ১১টা ৩০ মিনিটে শ্বশুর সালাউদ্দিন বাবু ফোনে নিহতের পরিবারকে বিষয়টি জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

    এ ঘটনায় নিহতের ভাই পাঁচজনকে আসামি করে যাত্রাবাড়ী থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ বলছে, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    Array
    আমাদের পোস্টটি ভালো লাগলে স্যোসাল মিডিয়া শেয়ার করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১