dweepojnews
17th Aug 2025 2:36 pm | অনলাইন সংস্করণ
অনলাইন ডেস্ক: রাজধানীর মহাখালীর ইউরেকা পেট্রোল পাম্পে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছলেও সবকটি প্রয়োজন না হওয়ায় ৫টি ইউনিট কাজ করছে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, আজ রোববার সন্ধ্যা ৭টা ১৮ মিনিটের দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস ৭টা ৪৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
তিনি বলেন, মহাখালী ইউরেকা পেট্রোল পাম্পে আগুনের খবরে ১১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। সবকটি প্রয়োজন না হওয়ায় আগুন নিয়ন্ত্রণে বর্তমানে ৫টি ইউনিট কাজ করছে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
Array
