বিনোদন ডেস্ক: বলিউড বক্স অফিস এখন জমজমাট প্রতিদ্বন্দ্বিতায় ভরপুর। একদিকে লোকেশ কানাগমনি পরিচালিত রজনীকান্তের ‘কুলি’, অন্যদিকে সিদ্ধার্থ আনন্দের বহুল প্রতীক্ষিত ‘ওয়ার ২’, যেখানে অভিনয় করেছেন হৃতিক রোশন ও জুনিয়র এনটিআর। মুক্তির প্রথম সপ্তাহেই দু’টি ছবিই আলোচনায় এলেও গতি ও ধারাবাহিকতায় এগিয়ে রয়েছে ‘কুলি’।
‘কুলি’ মুক্তির পর মাত্র তিন দিনেই বিশ্বব্যাপী আয় ছুঁয়েছে ৩০০ কোটি রুপি, আর পাঁচ দিনের মাথায় তা পৌঁছে গেছে প্রায় ৩৫০ কোটিতে। ভারতে প্রথম পাঁচ দিনে ছবিটির আয় দাঁড়িয়েছে ২০৬.৫ কোটি রুপি। ষষ্ঠ দিনে আরও ১.৪ কোটি যোগ হয়ে মোট আয় দাঁড়িয়েছে প্রায় ২০৭.৯ কোটিতে। দ্রুততার সঙ্গে এগিয়ে গিয়ে এই সিনেমা ২০২৫ সালের ভারতের বাজারে সবচেয়ে দ্রুত ২০০ কোটি ছোঁয়া প্রজেক্ট হিসেবে নতুন রেকর্ড গড়েছে। বর্তমানে ছবিটি দ্রুতই ৪০০ কোটি’র পথে এগোচ্ছে।
অন্যদিকে ‘ওয়ার ২’ শুরুটা করেছে দুর্দান্ত। প্রথম দিনেই ভারতে আয় করেছে ৫২ কোটি রুপি, যা এ বছর বলিউডে অন্যতম বড় ওপেনিং হিসেবে চিহ্নিত। মাত্র চার দিনের মাথায় আয় দাঁড়ায় ১৭৬ কোটিতে। তবে সোমবার (১৮ আগস্ট) হঠাৎ করেই এর গতিতে ভাটা পড়ে। সেদিনের আয় নেমে আসে মাত্র ৮.৫ কোটিতে, যা আগের দিনের তুলনায় প্রায় ৭৫ শতাংশ কম। প্রথম পাঁচ দিনে ছবিটির ভারতে আয় দাঁড়ায় ১৮৩.২৫ কোটি রুপি। বিশ্বব্যাপী আয় দাঁড়িয়েছে ২৬৮ থেকে ৩০০ কোটির মধ্যে।
পরিসংখ্যান বলছে, ‘কুলি’ ধারাবাহিকভাবে নতুন রেকর্ড তৈরি করে এগোচ্ছে, আর ‘ওয়ার ২’ বড় সূচনা করেও ভারতের বাজারে সেই গতি ধরে রাখতে পারছে না। ফলে বলিউড বক্স অফিসে এখন রজনীকান্তই বাজিমাত করছেন, আর প্রতিদ্বন্দ্বী হৃতিক–জুনিয়র এনটিআরকে ছাপিয়ে যাচ্ছেন ধাপে ধাপে।
Array
