• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • আশুলিয়া ৬ হত্যা মামলায় ১৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন 

     dweepojnews 
    21st Aug 2025 8:12 am  |  অনলাইন সংস্করণ

    অনলাইন ডেস্ক: সাভারের আশুলিয়ায় ছয় তরুণকে গুলি করে হত্যা ও লাশ পোড়ানোর নৃশংস ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামসহ ১৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার (২১ আগস্ট) ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি মো. নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এই আদেশ দেন। একইসঙ্গে মামলার পলাতক আট আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

    অভিযোগ গঠনের সময় আদালতে উপস্থিত ছিলেন আট আসামি। তাদের মধ্যে ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহিল কাফী, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহিদুল ইসলাম, পরিদর্শক আরাফাত হোসেন, এসআই মালেক, এসআই আরাফাত উদ্দিন, এএসআই কামরুল হাসান, আবজাল হোসেন ও কনস্টেবল মুকুল। আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ পড়ে শোনানো হলে সাতজন নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার প্রার্থনা করেন। তবে এক আসামি দোষ স্বীকার করে রাজসাক্ষী হওয়ার আবেদন করেছেন।

    প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন মিজানুল ইসলাম ও গাজী এমএইচ তামিম। তাদের সঙ্গে ছিলেন প্রসিকিউটর এবিএম সুলতান মাহমুদ, ফারুক আহাম্মদ, সাইমুম রেজা তালুকদার ও আবদুস সাত্তার পালোয়ান।

    প্রসিকিউশনের অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ৫ আগস্ট আশুলিয়ায় পুলিশের গুলিতে প্রাণ হারান ছয় তরুণ। পরে তাদের লাশ প্রিজন ভ্যানে তুলে আগুনে পুড়িয়ে ফেলা হয়। ভয়াবহ এই ঘটনার সময় একজন তখনও জীবিত ছিলেন, কিন্তু তাকেও পেট্রোল ঢেলে জীবন্ত অবস্থায় পুড়িয়ে হত্যা করা হয়। এর আগের দিন ৪ আগস্ট আশুলিয়া থানার সামনে আরও একজনকে গুলি করে হত্যা করার অভিযোগও অন্তর্ভুক্ত রয়েছে।

    এ ঘটনার পর একই বছরের ১১ সেপ্টেম্বর মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়। মামলার তদন্তে ৩১৩ পৃষ্ঠার তথ্যসূত্র, ৬২ জন সাক্ষীর নাম, ১৬৮ পৃষ্ঠার দালিলিক প্রমাণ এবং দুটি পেনড্রাইভ ট্রাইব্যুনালে জমা দেওয়া হয়। গত ২ জুলাই প্রসিকিউশন ১৬ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করলে আদালত তা আমলে নেয় এবং পলাতক আটজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। পরে ১৬ জুলাই তাদের আদালতে হাজিরের জন্য গণবিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেয়া হয়।

    অভিযোগ গঠনের মধ্য দিয়ে আশুলিয়ায় আলোচিত ছয় লাশ পোড়ানোর মামলার বিচারিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হলো।

    Array
    আমাদের পোস্টটি ভালো লাগলে স্যোসাল মিডিয়া শেয়ার করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১