• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • পিআর পদ্ধতিতে জনগণের হাতে প্রার্থী বাছাইয়ের সুযোগ থাকবে না: রিজভী 

     dweepojnews 
    23rd Aug 2025 11:03 am  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিনিধি : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে নির্বাচন হলে জনগণ সরাসরি প্রার্থী বাছাইয়ের সুযোগ হারাবে। এতে ভোট দিতে হবে কেবল রাজনৈতিক দলের প্রতীকে। তার মতে, এ ব্যবস্থায় রাজনৈতিক দলগুলো আরও কর্তৃত্ববাদী হয়ে উঠতে পারে।

    শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহরের লোকনাথ ট্যাংকের পাড় ময়দানে জেলা বিএনপির সদস্য নবায়ন ও প্রাথমিক সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

    রিজভী বলেন, “দেশের জনগণ পিআর পদ্ধতি সম্পর্কে অবগত নয়। নির্বাচনি প্রক্রিয়ায় এটি আগে কখনো ব্যবহার করা হয়নি। অথচ হঠাৎ করেই কয়েকটি রাজনৈতিক দল এ পদ্ধতির কথা বলছে।”

    তিনি অভিযোগ করেন, কিছু রাজনৈতিক দল ইচ্ছাকৃতভাবে পিআর ও নির্বাচনি সংস্কারের কথা বলে নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে, যা বিএনপি ভালোভাবেই বুঝতে পারছে।

    বিএনপির সদস্যপদ প্রসঙ্গে তিনি বলেন, “দেশের শিক্ষিত, মেহনতি ও ভদ্র সমাজ বিএনপির সদস্য হবে। তবে কোনো চাঁদাবাজ, দখলবাজ বা গণতন্ত্রকে দমিয়ে রাখার শক্তি দলের সদস্য হতে পারবে না। বিএনপির সদস্য হবে সমাজের গুণীজন।”

    সরকারের সমালোচনা করে রিজভী আরও বলেন, “৩০ লাখ মা-বোনের ত্যাগের বিনিময়ে এদেশ স্বাধীন হয়েছে। অথচ শেখ হাসিনা জনগণের ওপর হিংস্রতা চালিয়েছে। ভয়ংকর রক্তপিপাসু হাসিনাকে জনগণ পরাজিত করেছে। এখন বাংলাদেশকে নতুন করে গড়ে তুলতে হবে।”

    সভায় সভাপতিত্ব করেন বিএনপির কেন্দ্রীয় অর্থনীতি বিষয়ক সম্পাদক খালেদ হোসেন মাহবুব শ্যামল। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ সেলিম ভূঁইয়া, সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, সহ-সভাপতি এবিএম মোমিনুল হক, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশন ও আহসান উদ্দিন খান শিপন।

    পরে প্রধান অতিথি নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের ফরম বিতরণ করেন। এসময় জেলার বিভিন্ন উপজেলা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন।

    Array
    আমাদের পোস্টটি ভালো লাগলে স্যোসাল মিডিয়া শেয়ার করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১