অনলাইন ডেস্ক: রাজধানী ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৫টা ১১ মিনিটের দিকে আঘাত হানা এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সীমান্তবর্তী অঞ্চলে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৯।
বাংলাদেশের পাশাপাশি প্রতিবেশী দেশ ভারত, মিয়ানমার, নেপাল ও ভুটানেও এর কম্পন অনুভূত হয়েছে। তবে কোথাও বড় ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর এখনো পাওয়া যায়নি।
রাজধানীতে কয়েক সেকেন্ড স্থায়ী কম্পনে অনেকে আতঙ্কিত হয়ে ভবন থেকে নিচে নেমে আসেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও ভূমিকম্প নিয়ে নানা অভিজ্ঞতা জানাতে শুরু করেন সাধারণ মানুষ। ভূমিকম্পের কারণে বিভিন্ন বহুতল ভবনে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বিশেষজ্ঞরা বলছেন, ভূমিকম্প প্রবণ এলাকায় বাংলাদেশ দীর্ঘদিন ধরেই ঝুঁকিতে রয়েছে। প্রায়ই মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হলেও বড় ধরনের ধ্বংসাত্মক ভূমিকম্পের ঝুঁকি রয়ে গেছে।
তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি।
বিস্তারিত আসছে…
Array