• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • বাংলাদেশ পুলিশে ৬২ কর্মকর্তার রদবদল 

     dweepojnews 
    15th Sep 2025 3:12 pm  |  অনলাইন সংস্করণ

    অনলাইন ডেস্ক: বাংলাদেশ পুলিশে আবারও বড় ধরনের রদবদল আনা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার মোট ৬২ জন কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি করা হয়েছে। এ বিষয়ে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের স্বাক্ষরিত প্রজ্ঞাপন জারি করা হয় রোববার (১৪ সেপ্টেম্বর)।

    প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে এ রদবদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং বদলিকৃত কর্মকর্তাদের নামের পাশে উল্লেখিত স্থানে তাদের দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে কর্মকর্তাদের আগামী ২১ সেপ্টেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ে যোগদান না করলে ২২ সেপ্টেম্বর থেকে তাদের তাৎক্ষণিক অবমুক্ত (Stand Released) হিসেবে গণ্য করা হবে।

    এ ধরনের রদবদলকে স্বাভাবিক প্রশাসনিক প্রক্রিয়ার অংশ হিসেবে দেখা হলেও নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন, এত সংখ্যক কর্মকর্তার একসঙ্গে বদলি পুলিশ প্রশাসনে কার্যকর পরিবর্তন ও গতিশীলতা আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

    Array
    আমাদের পোস্টটি ভালো লাগলে স্যোসাল মিডিয়া শেয়ার করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১