• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ইতালিতে হেনস্তার শিকার সোহা আলি খান 

     dweepojnews 
    15th Sep 2025 4:13 pm  |  অনলাইন সংস্করণ

    বিনোদন ডেস্ক: ভয়ঙ্কর এক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন বলিউড অভিনেত্রী সোহা আলি খান। ইতালিতে এক অপ্রত্যাশিত ঘটনা ঘটে পতৌদি কন্যার সঙ্গে। অভিনেত্রী জানান, বিষয়টি এতটাই সংবেদনশীল ছিল, যেন রীতিমতো তিনি বাকরুদ্ধ হয়ে পড়েন।

    সম্প্রতি একটি পডকাস্টে সেই অভিজ্ঞতার কথা শেয়ার করেন সোহা। এতে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, কখনো তাকে প্রকাশ্যে ‘ফ্ল্যাশ’ করা হয়েছে কি না। উত্তরে সোহা জানান, প্রকাশ্যে তাকে অশ্লীল অঙ্গভঙ্গি দেখানো হয়েছিল।

    তিনি বলেন, এটা ইতালিতে ঘটেছিল। এটি প্রায়ই ঘটে। আর সেটি ঘটেছিল প্রকাশ্যে। এ ঘটনায় একরকম বাকরুদ্ধও হয়ে পড়েছিলাম।

    অভিনেত্রী বলেন, ‘আমি তখন ঠিক বুঝতে পারছিলাম না কি হলো এটা! তাদের উদ্দেশ্য কী, আমি আর বুঝতেও চাইনি।’

    সোহা বলেন, আমার পরিচয় ও পেছনের পারিপার্শ্বিক পরিস্থিতি আমাকে অনেক অনিরাপদ পরিস্থিতি থেকে রক্ষা করেছে। যা অনেক নারী প্রতিদিনের জীবনে মুখোমুখি হন।

    অভিনেত্রী বলেন, আমি জানি আমার জীবন আমাকে নিরাপদ রেখেছে। আমার সঙ্গে এমন অভিজ্ঞতা ঘটেনি যা সাধারণভাবে গণপরিবহন ব্যবহারকারী নারীদের হয়।

    Array
    আমাদের পোস্টটি ভালো লাগলে স্যোসাল মিডিয়া শেয়ার করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১