• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • যারা জুলাইয়ের বিরুদ্ধে, তারা কখনো ফিরে আসবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা 

     dweepojnews 
    20th Sep 2025 6:07 pm  |  অনলাইন সংস্করণ

    অনলাইন ডেস্ক: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শনিবার দুপুর আড়াইটার দিকে মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণে অঙ্কিত ‘জুলাই বীরত্ব’ ও ‘জুলাই আত্মত্যাগ’ গ্রাফিতির উদ্বোধনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বললেন, “যারা জুলাই আন্দোলন ও গ্রাফিতির বিরুদ্ধে তারা আর কখনো ফিরে আসবে না। জুলাই আন্দোলনে আত্মত্যাগকারীদের আত্মত্যাগ বৃথা যাবে না।”

    তিনি আরও বলেন, “এই গ্রাফিতি থাকবে না এমন কোনো কারণ নেই। এটি ইতিহাসকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার এক অনন্য প্রয়াস। জুলাই বীরত্ব ও জুলাই আত্মত্যাগ নামের গ্রাফিতি আমাদের মনে করিয়ে দেবে স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য তরুণ সমাজের আত্মত্যাগের কথা।”

    ‘জুলাই গণঅভ্যুত্থান কেবল একটি আন্দোলন ছিল না, বরং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার সংগ্রাম। এ ধরনের উদ্যোগ মানুষকে সত্য, ন্যায়, স্বাধীনতা ও গণতন্ত্রের চেতনায় উজ্জীবিত করবে-উল্লেখ করেন অন্তর্বর্তী সরকারের এ উপদেষ্টা।

    নির্বাচনের পর নতুন সরকার এলে গ্রাফিতি থাকবে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, আগামী সরকার এলে গ্রাফিতি থাকবে না কেন? আপনাদের মনে কখনো সন্দেহ রাখবেন না যে, এই গ্রাফিতি থাকবে না। সামনে নির্বাচিত সরকার এলেও এই গ্রাফিতি না রাখার কোনো কারণ নেই।

    গ্রাফিতিতে তুলে ধরা হয়েছে জুলাই আন্দোলনের বীর যোদ্ধা রিকশা চালক মোহাম্মদ সুজন, আন্দোলনে অংশ নেওয়া নারী শিক্ষার্থীদের বীরত্ব, রংপুরের শহিদ আবু সাঈদ ও নিহত শহিদ গোলাম নাফিজের নাম।

    অনুষ্ঠানে সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফ, রেলপথ সচিব মো. ফাহিমুল ইসলাম, ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, পুলিশ সুপার মোহম্মদ শামসুল আলম সরকার, শরীয়তপুরের জেলা প্রশাসক তাহসিনা বেগম, পুলিশ সুপার নজরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

    Array
    আমাদের পোস্টটি ভালো লাগলে স্যোসাল মিডিয়া শেয়ার করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১