অনলাইন ডেস্ক: রাজধানীর বনানী পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এবং নির্বাহী চেয়ারম্যান মুজিবুল হক চুন্নুসহ দলের শীর্ষ নেতারা।
বুধবার (১ অক্টোবর) রাতে পূজামণ্ডপে উপস্থিত হয়ে তারা হিন্দু সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আন্তরিক অভিনন্দন জানান।
এ সময় বনানী পূজা ফাউন্ডেশনের পক্ষ থেকে সভাপতি বিশিষ্ট শিল্পপতি জে. এল. ভৌমিক এবং সাধারণ সম্পাদক অধ্যাপক রঞ্জন বিশ্বাস জাতীয় পার্টির চেয়ারম্যান ও মহাসচিবকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং মিষ্টি উপহার প্রদান করেন।
Array
আমাদের পোস্টটি ভালো লাগলে স্যোসাল মিডিয়া শেয়ার করুন।