• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে আজ মাঠে নামছে বাংলাদেশ 

     dweepojnews 
    08th Oct 2025 1:02 pm  |  অনলাইন সংস্করণ

    খেলাধুলা ডেস্ক: আবুধাবির জায়েদ স্টেডিয়ামে আজ বুধবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচটি, যা সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস ও নাগরিক টিভি। টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করে এখন আত্মবিশ্বাসের শীর্ষে রয়েছে বাংলাদেশ। এশিয়া কাপে হতাশাজনক পারফরম্যান্সের পর যখন দলটি মনোবল হারিয়ে ফেলেছিল, তখন আফগানদের বিপক্ষে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতে নেয় টাইগাররা। আফগানিস্তানের বিপক্ষে প্রতিটি ম্যাচেই বাংলাদেশ আধিপত্য বিস্তার করেছে। এই সাফল্যের ধারা ওয়ানডে ফরম্যাটেও ধরে রাখতে চায় মেহেদী হাসান মিরাজের দল। ওয়ানডেতে বাংলাদেশ ও আফগানিস্তানের মুখোমুখি লড়াইয়ে এখন পর্যন্ত ১৯ ম্যাচে টাইগাররা জয় পেয়েছে ১১টিতে, হেরেছে ৮টিতে। পরিসংখ্যান তাই বাংলাদেশের পক্ষেই কথা বলছে। দুই দলের সর্বশেষ ওয়ানডে সাক্ষাৎ হয়েছিল ২০২৪ সালে, শারজাহতে অনুষ্ঠিত তিন ম্যাচের সিরিজে। সেবার ২-১ ব্যবধানে জিতে সিরিজ নিজেদের করে নিয়েছিল আফগানিস্তান। তবে তখন বাংলাদেশ ছিল রূপান্তর পর্বে, কিছু অভিজ্ঞ ক্রিকেটারের অবসরের কারণে দলে ছিল পরিবর্তনের ছাপ। এবার সেই হার ভুলে আফগানদের বিপক্ষে সিরিজ জয়ের প্রতিশোধ নিতে মুখিয়ে আছে বাংলাদেশ দল।

    বাংলাদেশ দল-

    মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, নাইম শেখ, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, জাকার আলি আনিক, শামীম পাটোয়ারী, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভির ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ ও নাহিদ রানা।

    আফগানিস্তান দল-

    হাশমতউল্লাহ শাহিদি (অধিনায়ক), রহমত শাহ (সহ-অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইকরাম আলিখিল (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, সেদিকুল্লাহ আতাল, দারবিশ রাসুলি, আজমাতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, রশিদ খান, নানগিয়াল খারোতি, এ.এম. গজনফর, আবদুল্লাহ আহমাদজাই, বাশির আহমাদ ও মোহাম্মদ সালিম সাফি।

    রিজার্ভ: বিলাল সামি, ফরিদুন দাউদজাই

    Array
    আমাদের পোস্টটি ভালো লাগলে স্যোসাল মিডিয়া শেয়ার করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১