• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ভাঙা সংসার জোড়া লাগল সুদীপ-পৃথার 

     dweepojnews 
    12th Oct 2025 2:47 pm  |  অনলাইন সংস্করণ

    অনলাইন ডেস্ক: ভারতীয় বাংলা সিনেমার অভিনেতা সুদীপ মুখার্জি এবং নায়িকা পৃথা চক্রবর্তী একসময় তাদের দাম্পত্যে দূরত্ব এবং বিচ্ছেদের খবর দিয়ে চমক দিয়েছিলেন। ৬ মাস আগে পৃথা সোশ্যাল মিডিয়ায় জানালেন, “আমি আর সুদীপ আর দম্পতি নেই। আনুষ্ঠানিকভাবে আমাদের বিবাহবিচ্ছেদ হয়েছে। আমরা আজীবন বন্ধু হয়ে থাকব।” কিন্তু সম্প্রতি এই জুটি আবার একসাথে সময় কাটাচ্ছেন এবং তাদের ভাঙা সংসার নতুনভাবে সাজানো হচ্ছে।

    দুই সন্তানের কথা ভেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সুদীপ মুখার্জি। তিনি একটি ভারতীয় গণমাধ্যমকে বলেন, “কোন সম্পর্কে মতবিরোধ হয় না, একটু বলবেন? আমরা সবাই স্বতন্ত্র মানুষ। তবে হ্যাঁ, এখন আমরা একসঙ্গে থাকছি। দুই ছেলেকে শান্তিপূর্ণ শৈশব এবং উজ্জ্বল ভবিষ্যৎ দেওয়ার জন্যই আবার আমরা একসঙ্গে।” তাদের দুই পুত্র এখনও ছোট। সুদীপ জানান, ছেলেেরা তাঁকে ‘সুপারহিরো’ মনে করে এবং তাদের ওপর কোনো নেতিবাচক প্রভাব পড়বে না, এটাই তাঁর মূল উদ্বেগ।

    পৃথার কোনো সরাসরি মন্তব্য পাওয়া যায়নি। তবে দুর্গাপূজার আনন্দ নিজের এবং সন্তানদের সঙ্গে উপভোগ করেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় পরিবারের ছবি শেয়ার করায় নেটিজনদের মধ্যে নানা প্রশ্ন উঠেছে—বিচ্ছেদের পরও শাঁখা-পলা কেন? এ বিষয়ে পৃথা জানিয়েছেন, “শাঁখা-পলা পরা আমার ইচ্ছে। আমরা এখনো বালি ও ঋদ্ধির বাবা-মা, আর সেটা চিরকালের জন্য। প্রতি বছর মায়ের বরণ করবই, শাঁখা-পলা, সিঁদুর, নোয়া সব পরব।”

    সুদীপ-পৃথার সম্পর্কের শুরুও সহজ ছিল না। পৃথার পরিবার প্রথম বিয়ের জন্য আপত্তি জানিয়েছিলেন, আর বয়সের পার্থক্যও অনেক। তবে নিজের পছন্দ এবং সন্তানদের খেয়াল রেখে তারা আবার একসাথে এসেছেন। তাদের ভক্তরা এখন আশা করছেন, এই নতুন অধ্যায়টি তাদের পরিবারের জন্য স্থায়ী শান্তি ও আনন্দ বয়ে আনবে।

    Array
    আমাদের পোস্টটি ভালো লাগলে স্যোসাল মিডিয়া শেয়ার করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১