• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • রাবির ভাবমূর্তি পুনরুদ্ধারে প্রগতিশীল শিক্ষকদের ৫ দাবি 

     dweepojnews 
    04th Aug 2021 1:45 am  |  অনলাইন সংস্করণ

    রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিক্ষা ও গবেষণা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি পুনরুদ্ধারে পাঁচ দফা দাবি জানিয়েছেন শিক্ষকরা। মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রুটিন উপাচার্য প্রফেসর ড. সুলতান-উল ইসলামের কাছে এক স্মারকলিপিতে এ দাবি জানান।

    স্মারকলিপিতে মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের স্টিয়ারিং কমিটির ১৬ শিক্ষক স্বাক্ষর করেন।

    সেখানে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের সদ্যবিদায়ী উপাচার্য ড. সোবহানের বিভিন্ন অনিয়মের কারণে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এটি মুক্তিযুদ্ধের পক্ষের সরকারকেও দারুণভাবে বিব্রত করেছে। কোভিড-১৯ মহামারীর কারণে দীর্ঘদিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বন্ধ থাকায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্ষতিও হয়েছে। এমতাবস্থায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা গবেষণা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি পুনরুদ্ধারে এ দাবি জানানো হয়েছে।

    দাবিগুলো হলো- শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের কারোনা ভ্যাকসিন প্রদানের মাধ্যমে শিক্ষার পরিবেশ নিশ্চিত, বিশ্ববিদ্যালয়ের গবেষণার বরাদ্দ বৃদ্ধি, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী শিক্ষক নিয়োগ একই সাথে কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ নীতিমালা তৈরিসহ বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সবার নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

    এ বিষয়ে রাবি উপাচার্য ড. সুলতান-উল ইসলামের কাছে জানতে চাইলে যুগান্তরকে বলেন বিশ্ববিদ্যালয়ের কল্যাণেই দাবিগুলো জানানো হয়েছে। এগুলো যৌক্তিক। ইতোমধ্যেই শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলকেই ভ্যাকসিনেটেড করার উদ্যোগ নেওয়া হয়েছে। বাকিগুলোর বিষয়ে দ্রুতই বিবেচনা করবে প্রশাসন বলে মন্তব্য করেন।

    এদিকে স্মারকলিপিতে স্বাক্ষর করেন- প্রগতিশীল শিক্ষক সমাজের স্টিয়ারিং কমিটির সদস্য প্রফেসর ড. তারিকুল ইসলাম, ড. জাহাঙ্গীর আলম, সৈয়দ আলী রেজা অপু, আনম ওয়াহীদ প্রমুখ।

    Array
    আমাদের পোস্টটি ভালো লাগলে স্যোসাল মিডিয়া শেয়ার করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১