কচুয়া প্রতিনিধি: কচুয়ায় সামাজিক বিরোধ ও তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গৃহবধূকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। পৌরসভার মাছিমপুর গ্রামে এ ঘটনা ঘটে। থানায় অভিযোগ সুত্রে জানা যায়,মাছিমপুর গ্রামের আশিস সরকারের স্ত্রী সুসমা বৃহস্পতিবার বিকালে দেবর সঞ্জয় সরকারকে খাবার খাওয়ার জন্য ডাক দিলে সে তার বড় ভাবীকে কু বলে উত্তর দেয়। এ জবাবের জের ধরিয়া পাশের বাড়ির নিমাই মজুমদারের ছেলে দিপু মজুমদার সুসমার সাথে তর্কে জড়িয়ে পড়ে।
এক পর্যায়ে দিপু মজুমদার সুসমাকে এলোপাথারী কিল ঘুষি লাথি মারিয়া শরীরে বিভিন্ন স্থানে নীলাফুল থেতলানো জখম করে। এ সময় সঞ্জয় সরকার এগিয়ে আসলে তাকেও দিপু মজুমদার মারধর করে। বাড়ির লোকজন আগাইয়া আসলে বিবাদী দিপুর সরকার বিভিন্ন ধরনের ভয়ভীতিসহ সুযোগ পাইলে খুন জখম করবে বলে প্রকাশ্যে হুমকি ধমকি প্রদান করে। ঘটনার পর থেকে দিপু মজুমদার গাঢাকা
দিয়েছে।
এ ঘটনায় সুসমা বৃহস্পবিার দিপুর মজুমদারকে বিবাদী করে কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
দিপু মজুমদারের মা জানান, আমার ছেলে দিপু মজুমদার তার বড় ভাইয়ে সাথে মোবাইলে কথা বলার সময় সঞ্জয় দিপুকে গালমন্দ করে। এই নিয়ে তাদের মধ্যে তর্কবির্তক হয়।