dweepojnews
19th May 2024 3:07 pm | অনলাইন সংস্করণ
সবুজ বাংলা
সৈয়দ ইসমাইল হোসেন জনি
সবুজ বাংলায় জন্ম আমার
গর্ব করি তাই,
আমার দেশের মতো এমন
দেশ কোথাও নাই ।
মেঠো পথে গায়ের রাখাল
বাজায় বাশের বাশী,
ভালো লাগে খোকন সোনার
ফোকলা দাঁতের হসি।
আমার দেশের পথের ধুলো
সোনার চেয়ে খাটি,
তাইতো সবার অধিক প্রিয়
মা, মানুষ ও মাটি ।
আমার দেশের মাটিতে ভাই
হরেক ফসল ফলে,
রাতের আধারে ঝোপের আড়ে
জোনাক পোকা জ্বলে ।
নায়ের বাদাম তুলে মাঝি
ভাটিয়ালী গান গায়,
নানান রকম পণ্য নিয়ে
দেশ-দেশান্তর যায়।
বন-বনানীর বৃক্ষ শাখা
সবুজের রঙ মাখা ,
শিল্পীর তুলির ক্যানভাসে
বাংলার চিত্র আকা ।
লাখো শহীদের আত্ম ত্যাগে
সবুজ বাংলা কেনা ,
শহীদের কাছে সবাই ঋণী
শোধ হবেনা দেনা ।
মায়ের কোলে মাথা রেখে
রোজ শুনি বাংলা ভাষা ,
হাজার সুখের স্বপ্ন দেখি
মনে বুনি লক্ষ আশা ।
চাষি ভাই আপন মনে
দেয় লাউয়ের জাংলা ,
নিত্য নতুন রুপে সাজে
আমার সবুজ বাংলা ।